ঘাটাইলে মামাত ভাইকে হত্যার পর আসামির থানায় আত্মসমর্পণ

দুই জেলায় আরও ২ অপমৃতু্য

প্রকাশ | ২৮ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়ার জেরে মামাত ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছে এক আসামি। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আমবাগান থেকে এক বিধবার মরদেহ উদ্ধার ও চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্ণীন্দর ইউনিয়নে পরকীয়ার জেরে আপন মামাত নাজুমলকে (২৭) খুন করেছেন ফুফাত ভাই মিন্টু। নিহত ব্যক্তি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। পরে আসামি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। সোমবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও ইউপি সদস্য মাসুম জানান, ওই ইউনিয়নের মিন্টুর স্ত্রীর সঙ্গে মামাতো ভাই নাজমুলের পরকিয়া ছিল। বিষয়টি নিয়ে আবেদ আলী মার্কেটের খায়রুলের দোকানের সামনে নাজমুল এবং মিন্টুর কথাকাটি হয়। এ সময় মিন্টু উত্তেজিত হয়ে নাজমুলকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, 'বিষয়টি পরকীয়া সংক্রান্ত। আমরা চাকুসহ আসামিকে আটক করেছি। মামলা রুজু করা হবে।' পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেজিয়া খাতুন (৪৫) নামে এক বিধবার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ি গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রেজিয়া ওই গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী। গতরাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। রেজিয়ার ছেলের বউ ফেন্সি আকতার জানান, গত রোববার রাত থেকে তার শ্বাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ ছিল। সকালে বাড়ির পাশের আম বাগানে তার মরদেহ পাওয়া যায়। তিনি সুস্থ্য সবল ছিলেন। তাকে মেরে ফেলা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, মরহেদ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার মৃতু্য কারণ অনুসন্ধান করা হচ্ছে। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের কচুয়াতে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের যুবকের মৃতু্য হয়েছে। নিহত যুবকের নাম কামরুল হাসান (২২)। গত রোববার বিকেলে কুরিয়ার সার্ভিসের পার্সেল নিয়ে কচুয়া উপজেলার রহিমানগর বাজারের উদ্দেশে হাজীগঞ্জ বাজার থেকে মোটর সাইকেলে রওনা হন। হোসেনপুর নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সোমবার সকালে তিনি মারা যান।