গফরগাঁওয়ে আনারসের প্রচারণায় ব্যস্ত নারীরাও

প্রকাশ | ২৮ মে ২০২৪, ০০:০০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন নারীরা -যাযাদি
দিন যত এগোচ্ছে ততই নির্বাচনের প্রচারণার মাঠ জমজমাট হয়ে উঠছে। নির্বাচনী মাঠে ময়দানে ভোট চাইতে এবার নারী কর্মীরা বেশ সরব রয়েছেন। প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলের (আনারস প্রতীক) জন্য ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন উপজেলা মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নারী কর্মীরাও। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অলিগলি আর পাড়া-মহলস্নায় গণসংযোগ, স্স্নোগান ও প্রচারণায় মুখরিত করে তুলেছে আনারসের পক্ষে। পৌর এলাকার নতুন ভোটার ভাবনা আক্তার জানান, নির্বাচনী প্রচারণা শুরু করেন দুপুর থেকে। বিভিন্ন বাসাবাড়িতে দেখা মেলে নারীদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভোট চাইছেন। আশরাফ উদ্দিন বাদলের প্রচারণা দলের নারী সদস্য উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার কাজল বলেন, 'আমাদের নারী প্রচার দল বিভিন্ন গ্রম্নপে বিভক্ত হয়ে ঘরে ঘরে গিয়ে আনারস প্রতীকের ভোট চাইছেন। একই সঙ্গে আমাদের প্রার্থীর উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরছেন।' জৈষ্ঠ্যের এই খড়তাপ উপেক্ষা করে কিভাবে নারী কর্মীরা দুপুর থেকে রাত পর্যন্ত সক্ষমতা ধরে রাখছেন এমন প্রশ্নের জবাবে অপর এক নেত্রী বলেন, ভোট চাইতে গিয়ে ক্লান্ত হয়ে পানি চাইল মা-বোনেরা শরবত দিয়ে আপ্যায়ন করছেন। যোগ্য প্রর্থীর কারণে সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। বাড়ির বৈঠকখানা থেকে অন্দরমহল পর্যন্ত নারী কর্মীরা ভোটের জন্য সহজেই যেতে পারছেন সবার দুয়ারে। এই নারী কর্মীরা গত সংসদ নির্বাচন এবং এবারের উপজেলা পরষিদ নির্বাচনে প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছেন। কখনো গান গেয়ে, আবার কখনো সুরে সুরে ভোট চাইছেন নিজ প্রার্থীর পক্ষে। তবে বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে শুধু আনারস প্রতীকের নারী কর্মী বাহিনীকেই দেখা গেছে। প্রচারণায় আসা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলরুবা আক্তার কাজল বলেন, আনারস প্রতীকের জন্য নেতাকর্মীদের নিয়ে আচরণবিধি মেনে অব্যাহত গণসংযোগ করেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবার নিয়ে টানা তিনবার দায়িত্ব পালন করতে গিয়ে এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। সার্বিক সূচকে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাও প্রচুর কাজ করেছেন। তাই এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মূল লক্ষ্য সরকার ঘোষিত স্মার্ট উপজেলা বিনির্মাণ। আনারস প্রতীকের প্রার্থী আশরাফ উদ্দিন বাদল নিজেও দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞতার পালস্নায় ভারী এই প্রার্থী বলেন, 'মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছি। আমি দাবি করছি গত ১০ বছরের উন্নয়ন কর্মকান্ডে বদলে গেছে সমগ্র উপজেলার চিত্র। ভোটারদের অনুরোধ করছি প্রিয় গফরগাঁওকে একটি আদর্শ ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে আবারও জনসেবার সুযোগ প্রদান করুন।'