শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৭ মে ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

প্রদর্শনী অনুষ্ঠিত

\হস্টাফ রিপোর্টার, রাজবাড়ী

সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে। রোববার কর্মজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। উদ্বোধনী অনুষ্ঠানে কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, রাজবাড়ী সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত মো. ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন।

কমিটি গঠন

\হবেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের গ্যালারি রুমে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। গাজী আজম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। এসময় তিনি আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হয়েছেন আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন রেদওয়ানুল হক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইব্রাহিম রাজু, জাবেদ হোসেন, আহমাদুল হক আলবির, শাহাদাত হোসেন, টুটুল মহাজন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আজম হোসেনসহ অন্যান্যরা।

অভিভাবক সমাবেশ

ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শিক্ষার সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহীত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে সিরাজগঞ্জের উলস্নাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষককের উদ্যোগে শিক্ষক-অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে, এ সময় বিশেষ অতিথি ছিলেন মোমেনা আলী বিজ্ঞান স্কুল এন্ড বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক এমপি, এম. আকবর আলী, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আজীবন দাতা, লায়ন মোমেনা আলী, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ অনেকে।

জনসভা অনুষ্ঠিত

ম ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদারের (আনারস মার্কা) প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কনফিডেন্স গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক খালেদ রহমান সিকদার। সরকারি আব্দুর রাজ্জাক কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক পিন্টু।

চেয়ারম্যানকে সংবর্ধনা

ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ফারুককে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার উপজেলা দলীয় অফিসে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন উপজেলার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ কয়েকশ' নেতাকর্মী।

টিউবওয়েল বিতরণ

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী গ্রামের মফিজ উদ্দিন তালুকদার ও মাহেরা তালুকদার চ্যারিটি অ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ' দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শনিবার দিঘলকান্দি বাজারে এসব বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দুবাই প্রবাসী এনামুল হক চাঁন তালুকদার ও সহকারী প্রতিষ্ঠাতা তাহমিনা আক্তার। এসময় আরও ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, ডা. আশ্রাফুল বারী, কুদরত ই-খুদা জুয়েল, ব্যবস্থাপনা পরিচালক এরফান এনামুল হক।

খাবার বিতরণ

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী, নারী উদ্যোক্তা মোসা. পারুল খানের পিতা মরহুম মহর খান ও মাতা সামছুন নাহারের স্মরণে ও অসুস্থ বড় ভাই মো. নাসির উদ্দীন খানের সুস্থতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার টঙ্গী বাজার খানপাড়া বাইতুল আজিজ জামে মসজিদে মরহুমদের সুযোগ্য কন্যা মোসা. পারুল খানের সভাপতিত্বে ও মো. নাদির খানের পরিচালনায় সভায় ছিলেন খানপাড়া বাইতুল আজিজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মো. মাসুদুর করিম, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান খান।

সমাবেশ অনুষ্ঠিত

ম রংপুর প্রতিনিধি

রংপুরে বিড়ির শুল্ক প্রত্যাহার করে কুটির শিল্প ঘোষণার দাবিতে রোববার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে বিড়ি শ্রমিক ফেডারেশন এক শ্রমিক সমাবেশ করেছে। বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন (বিএসসি)। প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন আব্দুল গফুর, শামীম ইসলাম, লুৎফর রহমান ও হারিক হোসেন প্রমুখ।

ফুলেল শুভেচ্ছা

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপস্নবকে উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্সে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আশরাফুজ্জামান সাগর ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তাকে এ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ছিলেন সমিতির সহ-সভাপতি জিলস্নুর রহমান, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আসাদুল ইসলাম, সদস্য মামুনুর রশিদ, আবু রায়হান চৌধুরী, আব্দুর রহমান, তারেক হোসেন, দৌলত জামান, আমিনুল ইসলাম প্রমুখ।

সংবর্ধনা প্রদান

ম রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শনিবার উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার চন্ডিপুর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম সুমনের সভাপতিত্বে মো. আনোয়ার হোসেন মাস্টারের উপস্থাপনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত, লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান, চন্ডিপুর ইউপি আ'লীগের আহ্বায়ক কামাল হোসেন ভুইয়া, ইকবাল হোসেন পাটোয়ারী, রাকিবুল হাসান মাসুদ, জাহাঙ্গীর আলম শেখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচি পলস্নী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ সতীহাট শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার গণেশপুর ইউনিয়ন পরিষদে পলস্নী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পলস্নী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)-এর উপ-পরিচালক মনসুর আহমেদের সঞ্চালনায় ও পিএসএফের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিএসএফের সভাপতি এএসএ মূইজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাঞ্চন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন।

প্রশিক্ষণ কর্মশালা

ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টু্যরিজম বোর্ডের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পর্যটন শিল্পের ভূমিকা শীর্ষক দু'দিনব্যাপী টু্যর অপারেশন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ সম্পন্ন হয়েছে। শ্রীমঙ্গল হোটেল ইন এর সম্মেলন কক্ষে শুক্রবার সকাল ৯টা থেকে প্রশিক্ষণ শুরু হয়, শেষ হয় শনিবার। কর্মশালায় টু্যরিজম বোর্ডের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ টু্যরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টু্যরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার, বাংলাদেশ টু্যরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম।

জনপ্রতিনিধিদের সংবর্ধনা

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটি। রোববার মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাদল কান্তি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান চলাপ্রম্ন মারমা নিলয় ও নূর জাহান আফরিন লাকি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের।

আর্থিক সহায়তা

ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে মেডিকেল যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার আর্থিক সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স চত্বরে মেডিকেল অফিসারদের হাতে এই যন্ত্রপাতি তুলে দেন জাইকার প্রতিনিধিরা। এ সময় ছিলেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুজিত সরকার, বেলকুচি উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন, ইউজিপি প্রকল্পের উপজেলা উন্নয়ন সহায়ক শরীফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে