শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

রূপগঞ্জে আড়ত থেকে কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৭ মে ২০২৪, ০০:০০
রূপগঞ্জে আড়ত থেকে কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিসমিলস্নাহ আড়ত থেকে দুই কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে সেলিম প্রধানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আড়ত মালিক মজিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পরিচালক আয়ুব আলী, ব্যবস্থাপক মামুনুর রহমান, আড়তদার আল আমিন, মাহবুব আলম, কাজল হোসেন, কবির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিসমিলস্নাহ আড়ত ও জাপান-বাংলা আড়ত মালিকদের কাছ থেকে অবৈধভাবে সেলিম প্রধান ও তার নিয়োজিত লোকজন দুই কোটি টাকা চাঁদা আদায় করেছে। চুক্তি ভঙ্গ করে জমির মালিক সেলিম প্রধান পাইকারি কাঁচাবাজার ও আড়ত দখলে নেওয়ার পাঁয়তারা করছে। আড়তদারকে জিম্মি করে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করেছে। আড়তের কয়েকটি দোকানের ক্যাশবাক্স ভাংচুর করে লুটপাট করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় জিডি করলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে