আত্রাইয়ে নির্বাচনী সহিংসতায় আহত ৪, আটক ৮

প্রকাশ | ২৭ মে ২০২৪, ০০:০০

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে নির্বাচনী সহিংসতায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার জয়সাড়া গ্রামে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী এবাদুর রহমানের (কৈ-মাছ) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মমতাজ বেগমের (কাপপিরিচ প্রতীক) লোকজনের মধ্যে মারামারি হয়। এতে দীঘা গ্রামের মনিরুজ্জামান রণি (৩৮), শহিদুল ইসলাম (৬২), ক্যাশবপাড়া গ্রামের উজ্জল (৫০) ও মধ্যবোয়ালিয়া গ্রামের জিহাদ (২৫) আহত হন। আহতদের মধ্যে মনিরুজ্জামান রণিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার প্রার্থী এবাদুর রহমানের ভাই সাজেদুর রহমান বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকরা হলো- রাব্বি হোসেন, শহীদ হোসেন, আশিক হোসেন, আশরাফুল ইসলাম, রফিক হোসেন, মোজাফফর হোসেন, হাফিজ ও শহীদ। আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে।