শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী লোকমান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২৭ মে ২০২৪, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী লোকমান

আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট লোকমান হোসেন। তিনি বর্তমানে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

গত শনিবার সন্ধ্যায় তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অ্যাডভোকেট লোকমান হোসেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে (কাপ-পিরিচ প্রতীক) নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে লোকমান হোসেন উলেস্নখ করেন, তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে এবং দলীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এজন্য তিনি তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ, ভোটার, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। তিনি যতদিন বেঁচে থাকবেন মানুষের আপনজন হিসেবে সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট লোকমান হোসেন আরও উলেস্নখ করে বলেন, তিনি একজন রাজনৈতিক ও সমাজকর্মী হিসেবে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি তার রাজনৈতিক অভিভাবক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির প্রতি আনুগত্য পোষণ করে তার নেতৃত্বে আগামীর পথচলার অঙ্গীকার ব্যক্ত করেন।

উলেস্নখ্য, আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লোকমান হোসেন ছাড়াও আরও ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের অনুজ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন (ঘোড়া প্রতীক), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন (আনারস প্রতীক), সৌদি আরবের রিয়াদস্থ আওয়ামী লীগ নেতা সেলিম রেজা (দোয়াত কলম প্রতীক) ও আবদুল করিম (মোটর সাইকেল প্রতীক)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে