ঈদে বঙ্গবন্ধু সতেু ঢাকা মহাসড়কে র্নবিঘ্নিে যান চলাচল করতে মতবনিমিয়

প্রকাশ | ২৭ মে ২০২৪, ০০:০০

স্টাফ রর্পিোটার, টাঙ্গাইল
পবত্রি ঈদুল আযহা উপলক্ষে বঙ্গবন্ধু সতেু-ঢাকা মহাসড়কে যান চলাচল র্নবিঘ্নি করতে গৃহীত ট্রাফকি পুলশিংি ব্যবস্থা সমন্বয় সংক্রান্ত মতবনিমিয় সভা অনুষ্ঠতি হয়ছে।ে রোববার দুপুরে টাঙ্গাইল পুলশি লাইনস্‌ মাল্টপিারপাস শডেে জলো পুলশিরে উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। পুলশি সুপার সরকার মোহাম্মদ কায়সাররে সভাপতত্বিে সভায় বক্তব্য রাখনে অতরিক্তি পুলশি সুপার (অপরাধ) মো. শরফুদ্দনি, সড়ক ও জনপথ বভিাগরে র্নবিাহী প্রকৌশলী সনিথয়িা আজমরিী খান, বাসকে'র বঙ্গবন্ধু সতেু সাইড অফসিরে র্নবিাহী প্রকীেশলী আহসানুল কবীর পাভলে, টাঙ্গাইল প্রসে ক্লাবরে সভাপতি অ্যাডভোকটে জাফর আহমদে প্রমুখ। এ সময় জলো পুলশিরে র্কমর্কতা, পরবিহণ মালকি ও শ্রমকি সংগঠনরে প্রতনিধি,ি সড়ক ও জনপথ বভিাগ, বাসকে র্কতৃপক্ষ, পৌরসভা ও জনপ্রতনিধিরিা উপস্থতি ছলিনে। সভায় ঈদুল আযহার আগে ও পরে বঙ্গবন্ধু সতেু-ঢাকা মহাসড়কে গণপরবিহণ এবং যাত্রীদরে র্নবিঘ্নিে চলাচলরে জন্য বভিন্নি উদ্যোগ নওেয়ার বষিয়ে আলোচনা করা হয়।