গোয়াইনঘাটে ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
প্রকাশ | ২৭ মে ২০২৪, ০০:০০
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাল্যবিয়ের ঘটনায় বর ও কনে পক্ষের অভিভাবকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। শুক্রবার রাতে উপজেলার তোয়াকুল ইউনিয়নের তুড়ুকভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ে দেওয়ার খবর পেয়ে রাতে তোয়াকুল ইউনিয়নের তুড়ুকভাগ গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে কনের পিতাকে ২০ হাজার ও বর সুফিয়ানকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বাল্যবিয়ে প্রতিরোধে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, সর্বদা তৎপর। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবেও বলেও জানান ইউএনও।