আখাউড়ায় জরিমানার টাকা ফেরত পেল শিক্ষার্থীরা
প্রকাশ | ২৭ মে ২০২৪, ০০:০০
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত পেয়েছে শিক্ষার্থীরা। আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির প্রায় ১০০ শিক্ষার্থীর কাছ থেকে বিদ্যালয়ে অনুপস্থিতির জরিমানার কথা বলে জনপ্রতি ১৫০-২০০ টাকার বেশি নেওয়া হয়েছিল। এ বিষয়ে গত ২৩ মে 'আখাউড়ায় সরকারি স্কুলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ' শিরোনামে দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
জানা যায়, দশম শ্রেণির শ্রেণি শিক্ষক মোহাম্মদ সেলিম ছাত্রছাত্রীদের কাছ থেকে চার মাসের বকেয়া বেতন ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফি বাবদ বিদ্যালয়ের প্রাপ্য টাকার চেয়ে বেশি টাকা আদায় করেছিলেন। শিক্ষার্থীরা অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চাইলে স্কুল বন্ধ করায় জরিমানা বাবদ বাড়তি টাকা নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ওই শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান বলেন, 'কয়েকজন শিক্ষার্থী আমার কাছে অভিযোগ দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে এ ব্যপারে ব্যবস্থা নেওয়া হবে।'