শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে ভেড়ামারায় মানববন্ধন

নেত্রকোনায় রিয়াদ হত্যাকারীদের ফাঁসির দাবি
স্বদেশ ডেস্ক
  ২৭ মে ২০২৪, ০০:০০
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন নাগরিক কমিটি -যাযাদি

ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নেত্রকোনায় এক ব্যবসায়ী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, সুন্দরবন-বেনাপোল পুনর্বহাল ও চিত্রা এক্সপ্রেস ট্রেন রুট বদলের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভেড়ামারা রেলস্টেশনে মানববন্ধনের আয়োজন করে নাগরিক কমিটি। এতে ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার হাজার-হাজার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. এস এম মোস্তানজিদ লোটাস, উপজেলা চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, আবু হেনা মোস্তফা কামাল মুকুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, অসিত সিংহ রায় প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি তুলে নিয়ে রুট পরিবর্তন করায় এ অঞ্চলের যাত্রীরা যাতায়াতে চরম বিড়ম্বনায় পড়েছেন। ট্রেন দুটি তুলে নেওয়ায় ভেড়ামারা রেলস্টেশনসংলগ্ন ভেড়ামারার বড় বাজারটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া জুন মাসে চিত্রা এক্সপ্রেস ট্রেন তুলে নেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এ অবস্থায় ভেড়ামারা হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পুনর্বহাল ও চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ না করা হলে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা সদর উপজেলার চলিস্নশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের ব্যবসায়ী খায়রুল ইসলাম রিয়াদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার চলিস্নশা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তৃতা করেন চলিস্নশা ইউপি চেয়ারম্যান মাহাবুব-উল মজিদ, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম খান, ইউপি মেম্বারসহ নিহতের পরিবারের সদস্যরা।

\হমডেল থানার ওসি আবুল কালাম পিপিএম জানান, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে