শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কুষ্টিয়ায় শান্তিপূর্ণ নির্বাচন করায় প্রশংসিত ডিসি এহেতেশাম

কুষ্টিয়া প্রতিনিধি
  ২৭ মে ২০২৪, ০০:০০
Kushtia

কুষ্টিয়ার ছয় উপজেলা পরিষদের নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে নির্বাচন দুটি উপজেলায়, আর দ্বিতীয় ধাপে চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলাজুড়ে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত জেলা প্রশাসকের নিরপেক্ষ ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগে খুশি সাধারণ ভোটাররা। কুষ্টিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ সরকারি দল আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু না হওয়া ও সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করেছিল অনেকেই। কিন্তু জেলা প্রশাসক এহেতেশাম রেজার কঠোর হস্তক্ষেপে এবারের নির্বাচনে কোনো সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেনি। নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা প্রশাসক এহেতেশাম রেজা একাধিকবার নানা অনুষ্ঠানের আয়োজন করেন। আর এসব সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি জানান, 'এ উপজেলা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে আমরা বদ্ধপরিকর। কোনো রকম অনিয়ম ও শিথিলতা মেনে নেওয়া হবে না।' জেলা প্রশাসকের এমন নির্দেশনা পেয়ে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কঠোর অবস্থানে থাকে স্থানীয় প্রশাসন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতই ইউএনও, সব থানার ওসি ও উপজেলা নির্বাচন অফিসাররা রাত-দিন পরিশ্রম করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে