শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

দুর্গাপুর ও তালতলীতে কৃষিজমি থেকে বালু উত্তোলনে জরিমানা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৭ মে ২০২৪, ০০:০০
দুর্গাপুর ও তালতলীতে কৃষিজমি থেকে বালু উত্তোলনে জরিমানা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিমুলতলী এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। জরিমানা করা হয়েছে মো. উজ্জ্বল মিয়াকে। তার বাড়ি পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফসলি জমি থেকে বালু উত্তোলন করছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উজ্জ্বল মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, 'ফসলি জমি থেকে মাটি বা বালু উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। আজকে উজ্জ্বল মিয়াকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।

তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে নিদ্রা খালের মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ অর্থদন্ড দেন।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকায় একটি গুচ্ছগ্রাম প্রকল্প নির্মাণ করার জন্য স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুস সালামের সাথে চুক্তি হয় প্রশাসনের। চুক্তিতে স্পষ্ট লেখা আছে সরকারি ইজারাকৃত বালু মহল থেকে বালু উত্তোলন করে মাঠ ভরাট করতে হবে। সেই চুক্তির শর্ত ভঙ্গ করে নিদ্রা খালের মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এ অর্থদন্ড দেওয়া হয়।

ইউএনও সিফাত আনোয়ার তুমপা জানান, এই বালু ব্যবসায়ীর সঙ্গে যেসব চুক্তিতে বালু নেওয়ার কথা রয়েছে। সে চুক্তি শর্ত ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাকে অর্থদন্ড দেওয়া হয়। একই সাথে তার বালু উত্তোলনের চুক্তি বাতিল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে