'শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মনোহরগঞ্জে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা সদরের লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া, মো. তানভীর হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল হক মজুমদার, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ প্রমুখ।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ্ তমাল। শামিমা নাসরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, উপজেলা ইন্সটেক্টর শ্যাম সুন্দর মিত্র, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস কে মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, সাংবাদিক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যা সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে।