শখের বশে কেনা ছাগলে স্বাবলম্বী আড়াইহাজারের তানভীর
প্রকাশ | ২৭ মে ২০২৪, ০০:০০
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
এসএসসি পরীক্ষা শেষে শখের বশে একটি ছাগল কিনেছিলেন তানভীর হোসেন। একটি ছাগলেই তার ভাগ্যের চাকা ঘুরে যায়। শখের একটি ছাগল থেকে ১০০ ছাগল হয় তানভীরের। এরপর ছাগল পালনে বিরাট সাফল্য পান তিনি। বর্তমানে তানভীরের বিভিন্ন জাতের শতাধিক ছাগলের একটি খামার রয়েছে। খামারের নাম 'তানভীর অ্যাগ্রো ফার্ম'। এই খামার থেকে তিনি কোরবানির জন্য ছাগল বিক্রি করেন।
সরকারের কাছ থেকে ঋণ পেলে আরও বড় ধরনের খামার প্রতিষ্ঠা করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করাও সম্ভব দাবি করে তানভীর বলেন, ছাগল পালন খুবই সহজ। গরু পালনের মতো সমস্যা নেই। খুব একটা রোগবালাই হয় না। সরকারের কাছ থেকে ঋণ পেলে যুবকদের মধ্যে ছাগলের খামার প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতেও তিনি রাজি।
জানা গেছে, তানভীরের সাফল্যের গল্পের শুরু ২০১৬ সালে। সে বছর এসএসসি পরীক্ষা দিয়ে তানভীর তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে শখের বশে একটি ছাগল কেনেন। কয়েক বছরে একটি ছাগল থেকেই ১০০ ছাগল হয়। ছাগল লালন পালন করে তানভীর লাভবান হন। তাই তিনি আর কলেজে ভর্তি হননি। ছাগলই তার ধ্যান-জ্ঞান। তানভীর আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আতাদী গ্রামের ছেলে। তার পিতার নাম ওবায়দুর রহমান ও মাতার নাম শায়েস্তা বেগম।
তানভীর জানান, ছাগল পালনে তার মা খুব উৎসাহ দিয়ে সহায়তা করেছেন। তার খামারে দেশি উন্নত জাতের ছাগল রয়েছে। কোরবানির জন্য যথারীতি বেচাকেনাও শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, তানভীর অ্যাগ্রো ফার্ম বেশ সাফল্য দেখিয়েছে। তাকে দেখে এলাকার আরও মানুষ ছাগল পালনে আগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে।