সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
আলোচনা সভা ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি 'ফিস্টুলা হোক অবসান- নিশ্চিত হোক নারীর সম্মান' এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একুশে পদকপ্রাপ্ত প্রফেসর সায়েবা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে মামস্‌ ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড ওমেন্স হেলথ ও ফিস্টুলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বলস্নভেরখাস ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- মামস্‌ ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড ওমেন্স হেলথ'র ম্যানেজার নিতাই চন্দ্র কর্মকার, মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছাবেদ আলী আজাদ, আমজাদ হোসেন, দিল মোহাম্মদ বাদশা আলমগীর প্রমুখ। কর্মশালা অনুষ্ঠিত ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স মিলনায়তনে দিনব্যাপী 'উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ' বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কনফারেন্স রুমে স্বাস্থ্য অধিদপ্তর (এনসিডিসি) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ অংশীদারিত্বে বাস্তবায়িত 'বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি'র উদ্যোগে এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল মামুন। কর্মশালায় আলোচক ছিলেন 'বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি'র ময়মনসিংহ বিভাগীয় প্রোগ্রাম অফিসার মো. আসলাম পারভেজ ও সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. আব্বাস ইবনে করিম। ভিত্তিপ্রস্তর স্থাপন ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৬নং ওয়ার্ডে শনিবার সকাল ১১টায় আল ফালাহ্‌ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ। এ সময় তার সঙ্গে ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ঠিকাদার আবু তাহের, অত্র মসজিদের সভাপতি জাপা নেতা আইয়ুব আলী, মনজুর আলম, রফিকুল ইসলাম, মোবারক আলী, শ্রমিক নেতা আমজাদ আলী, শরিফুল ইসলাম, মাহবুব ইসলাম। \হ গণসংযোগ ম বাঘা (রাজশাহী) প্রতিনিধি রাজশাহী বাঘা উপজেলা নির্বাচনের চেয়াম্যান প্রার্থী অ্যাড. লায়েব উদ্দিন লাভলু উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করে মোটর সাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় অ্যাড. লায়েব উদ্দিন লাভলুকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারও পেয়ে জনগণ আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন এবং তাকে ভোট প্রদানের অঙ্গীকার করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, বাঘা পৌর মেয়র মো. আক্কাস আলী, প্রভাষক সানোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন। সাধারণ সভা ম পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাধারণ সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে সুজাউদ্দিন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অথিতি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মূস্তারি সুলতানা পুতুল, তালা পাটকেলঘাটার সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, পাটকেলঘাটা থানার তদন্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহের ফলে কিশোরীদের শারীরিক ও মানসিক প্রভাব বিষয়ক লাইফ স্কিল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র আর্থিক সহযোগিতায়, চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রকল্প ও নারায়ণপুর যুব সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলার চরাঞ্চলীয় নারায়ণপুর ইউনিয়নের উত্তর ডাকডহর এলাকায় নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ডা. জাকারিয়া আল জিহাদ। এ সময় ছিলেন যুব সংগঠনের সভাপতি শাহ-আলম, সহ-সভাপতি ছালমা আক্তার, ফেডারেশন সম্পাদক আয়নাল হক, মহিদেব যুব সমাজকল্যাণ সমিতির সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর গোবিন্দ মালাকার। মতবিনিময় সভা ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির দিকনিদের্শনামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার (বিপিএম সেবা) আক্তার হোসেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট (রিটানিং অফিসার) মো. জাহাঙ্গীর আলম রাকিব। কমিটি গঠন ম পাবনা প্রতিনিধি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) পূর্ণাঙ্গ কমিটি (২০২৪-২৫) গঠন করা হয়েছে। শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়েছে। ডা. মাসুদ আহমেদ সভাপতি, ডা. তানবীর মাহমুদ খান সাধারণ সম্পাদক ও ডা. ইফফাত মাহজেবিন অনন্যাকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এর আগে শনিবার পাবনা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়। ডা. মাসুদ আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ডা. নিঝুম ও ডা. তামিম। সব ইন্টার্ন চিকিৎসকের কণ্ঠভোটে এই কমিটি গঠন করা হয়। বিজ্ঞান মেলা ম গোপালগঞ্জ প্রতিনিধি বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি- এই স্স্নোগানে গোপালগঞ্জে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। শুক্রবার গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রেস ক্লাব নির্বাচন ম জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাকিম ফাররোখ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রতন কুমার খাঁ। শুক্রবার বিকালে ফল গণনায় ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা। অন্যরা হলেন- সহ-সভাপতি শাহাদুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন ও দীপ্ত টিভি প্রতিনিধি মাসুদ রানা, কোষাধ্যক্ষ মুহাম্মদ আবু মুসা, প্রচার-প্রকাশনা-দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক মাহমুদুল ইসলাম, কার্যকরী সদস্য তপন কুমার খাঁ, মাজেদুর রহমান মাজেদ, মোয়াজ্জেম হোসেন, শাহজাহান সিরাজ মিঠু ও প্রকাশ আগরওয়ালা। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক আলমগীর চৌধুরী ও নজরুল ইসলাম। উরস মোবারক ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি শিবালয়ের নিহন্দ বাবা ফজর পাগলার সাত দিনব্যাপী ৫৯তম উরস মোবারক গতকাল শনিবার সকাল থেকে শুরু হয়েছে। এ উরস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাগলের আস্তানায় হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছেন। এ উরস মোবারক উপলক্ষে মাসব্যাপী গ্রাম্যমেলারও আয়োজন করা হয়েছে। রোববার থেকে প্রতিদিন রাতে বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন মাজার কমিটি। বাবা ফজর পাগলার মাজার কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী জানান, প্রতি বছরের মতো এবারও উরস উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভা ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ষষ্ঠ উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন বিপিএএ'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সচিবালয়ের নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আসলাম খান পিপিএম, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ প্রমুখ। স্মারক প্রদান ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার কেন্দুয়া প্রেস ক্লাবের আয়োজনে ক্লাব কার্যালয়ে কেন্দুয়া ক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য শেখ কামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর মো. আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দুয়া প্রেস ক্লাব উপদেষ্টা মো. ইমদাদুল হক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন প্রমুখ। প্রযুক্তি মেলা ম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি বগুড়ার সোনাতলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা চত্বরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। মেলার প্রধান সমন্বয়কারী উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ হোসেনের নেতৃত্বে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাইনুল হকের সঞ্চালনায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।