শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ডোমারে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ২৬ মে ২০২৪, ০০:০০
ডোমারে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

নীলফামারীর ডোমারে স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া রাস্তা মেরামত করেছেন হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা।

শনিবার হরিণচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরিহরা জোয়ারঘাট এলাকার ব্রিজ সংলগ্ন এলাকায় ভেঙে যাওয়া রাস্তাটি মেরামতে অংশ নেয় স্বপ্ন প্রকল্প-২-এর ৩৬ জন, ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের ১৩০ জন সুবিধাভোগীসহ ব্যবসায়ী সবুজ ইসলাম এবং এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন হরিণচড়া ইউপি সদস্য শফিকুল ইসলাম ও আব্দুল করিম।

ইউপি চেয়ারম্যান রাসেল রানা জানান, 'নদী ভাঙনের কারণে চলাচলের রাস্তাটি ভেঙে যায় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সেই সঙ্গে ব্রিজটিও হুমকির মুখে পড়ে। এলাকাবাসীর সহায়তায় আমার নিজ অর্থায়নে নদীতে পাইলিং করে রাস্তাটি সংস্কার করি। এই রাস্তাটি দিয়ে ধরনীগঞ্জ হাট ও বাজার যাওয়া-আসা করতে এবং মহাসড়কে যাতায়াতের জন্য হরিণচড়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী সোনারায় ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের প্রায় দুই হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে