শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ক্যাম্পেইনে অংশগ্রহণ না করায় সরকারি প্রকল্পের গরু ফেরত

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৬ মে ২০২৪, ০০:০০
ক্যাম্পেইনে অংশগ্রহণ না করায় সরকারি প্রকল্পের গরু ফেরত

প্রান্তিক জেলে হিসেবে উপজেলা থেকে সরকারি প্রকল্পের বিনামূল্যে গরু পেয়েছিলেন পটুয়াখালীর দুমকী উপজেলার দক্ষিণ মুরাদিয়ার আ. রহিম খানের ছেলে বশির খান। তবে তা কিছুক্ষণ পরেই ফিরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদারের বিরুদ্ধে।

জেলে বশির খান জানান, গরুর বিনিময়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ডক্টর হারুন অর রশীদ হাওলাদার তার মোটর সাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার করার অনুরোধ জানান। তখন তিনি বলেন, আপনার জন্য ১৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরে আমি দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর পক্ষে নেমেছি এখন আর তার কাজ করা সম্ভব নয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গরু ফেরত দিতে বললে, উপজেলায় গিয়ে বশির খান গরু ফেরত দিয়ে আসেন। বর্তমানে গরুটা উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে আছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার বলেন, 'এটা শতভাগ মিথ্যা। আমি ওকে একটা গরু দিয়েছি। সে কিছু করে খাক এবং ওকে আমার ক্যাম্পেইন করতে রিকোয়েস্টও করেছি। তখন ও বলেছিল আমি এখনো নামি নাই। গরু কী আমার, যে আমাকে ফেরত দেবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে