শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

সখীপুরে ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৬ মে ২০২৪, ০০:০০
সখীপুরে ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই

টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকান্ডে অন্তত ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি বাজারে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে সখীপুর ও ঘাটাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই ব্যবসায়ী ইউসুফ মিয়া, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, আফসার উদ্দিন, মান্নান মিয়ার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ইন্দারজানি বাজারের ইউসুফ মিয়ার পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকান ঘরগুলো লাগালাগি এবং টিনের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার বলেন, 'এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আমরা ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে