শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

দীপংকর তালুকদার এমপির সঙ্গে রাজস্থলীর নবনির্বাচিতদের সৌজন্য সাক্ষাৎ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ২৬ মে ২০২৪, ০০:০০
দীপংকর তালুকদার এমপির সঙ্গে রাজস্থলীর নবনির্বাচিতদের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটির রাজস্থলী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং।

শুক্রবার সকালে রাঙামাটি চম্পকনগর এমপির বাসভবনে গিয়ে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও একই দিন কাউখালি উপজেলার বেতবুনিয়াতে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অংনুচিং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমাসহ দলের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে দীপংকর তালুকদার এমপি নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, 'সকলে মিলে চলমান সরকারের উন্নয়নকে জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। হিংসা-বিভেদ ভুলে পরস্পরের প্রতি সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে। তবেই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে