শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

এই দেশকে কখনো ধ্বংস হতে দেওয়া যাবে না -অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৬ মে ২০২৪, ০০:০০
এই দেশকে কখনো ধ্বংস হতে দেওয়া যাবে না -অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, 'এই দেশকে কখনো ধ্বংস হতে দেওয়া যাবে না, প্রয়োজনে আবারও রক্ত দেব, এই দেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই একমাত্র যোগ্য ব্যক্তি, তিনি আমাদের টানেল দিয়েছেন, উন্নত দেশ দিয়েছেন। যতদিন শেখ হাসিনার হাতে এই দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ, আমরা চিন্তা করিনি হাতে হাতে মোবাইল ফোনের কথা, ভিডিওকলের কথা। সব কিছু বাস্তবে রূপ দিয়েছেন শেখ হাসিনা। তিনি দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছেন। অসম্ভবকে সম্ভবে রূপ দেন শেখ হাসিনা।'

গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান মিয়ার হাটে তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদ খানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ খান আরজুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত, সাংবাদিক সুমি খান, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এসএম ছালেহ্‌, চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধা ইউনিয়নের চেয়ারম্যান হাজী নুরুল হক, প্রবীণ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আল মাইজভান্ডারী, কেন্দ্রীয় যুবলীগ নেতা তসলিম উদ্দিন রানা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন, সিটি কলেজের সাবেক জিএস জকির আহমদ মামুন, আওয়ামী লীগ নেতা এমএন ছাবের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসহাব দৌলস্নাহ খান বাহার, ইউপি সদস্য এম সাইফুদ্দীন, বাহাদুর খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাহাদুর খান, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা মাহবুব, ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ ইনাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোলতান, যুবলীগ নেতা এনাম, মিনহাজ উদ্দিন মিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন, এম. সাইফুদ্দিন, হেমায়েদ ইসলাম মুন্না, ওলামা লীগের সভাপতি ইউনুস ওহেদী ও মৎস্যজীবী লীগের আহ্বায়ক সৈয়দুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে