রাবিতে যৌন হয়রানি বিষয়ক সেমিনার

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি : বাস্তবতা ও করণীয়' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাবি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটি এ সেমিনারের আয়োজন করে। কমিটির সভাপতি অধ্যাপক তানজিমা জোহরা হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রাজশাহীর সাইবার ট্রাইবু্যনালের জজ জিয়াউর রহমান, অ্যাডভোকেট ইসমত আরা, রাবি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, আইন বিভাগের অধ্যাপক মো. আবদুল আলিম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকা বানু। সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক রনক জাহান। সেমিনারে অধ্যাপক তানজিমা জোহরা স্বাগত বক্তব্যে জানান, 'এই বিষয়ে একটি অভিযোগ বাক্স রাখা হয়েছে; যেখানে শিক্ষার্থীরা তাদের নাম-পরিচয় ছাড়াই অভিযোগ জমা দিতে পারে। আমরা নিয়মিত তা খুলে দেখি।'