জাতীয় কবির ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী অনষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, নজরুল গবেষক খুররম হোসেন, ভূঞাপুর থানার তদন্ত অফিসার লুৎফর রহমান, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, বীর মুক্তিযোদ্ধা ও শিশু সংগঠক আশরাফ আলী তালুকদার প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পত্নী প্রমীলার জন্মভিটা উপজেলার তেওতা জমিদার বাড়ি প্রঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক সানজিদা জেসমীন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিরঞ্জন অধিকারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল সংগঠক মরিয়ম বিশ্বাস, নজরুল গবেষক ও কৌরি এমএ রউফ কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কর্মকার, নজরুল গবেষক ও কৃষিবিদ রফিকুল ইসলাম, চেয়ারম্যান মোশারফ হোসেন, নজরুল প্রমীলা স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি মীয়াজান কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন নজরুল প্রমীলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ত্রিমুনী খান রনো। মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে সুগার মিলস্‌ হাইস্কুলে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়। বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মুহম্মদ আকিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের লেডিস ক্লাবের সভানেত্রী সাবিনা আক্তার। শিক্ষার্থী স্নেহা রায় অথৈর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহিন মিয়া, শ্রমজীবী ইউনিয়নের সদস্য মতিয়ার রহমান মিঞা, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অচিন্ত কুমার কুন্ডু, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেবা, জয় সরকার প্রমুখ। ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের ষষ্ঠ হতে নবম শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থপনায় এ অনুষ্ঠানে চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মুহাম্মদ মিজানুর রহমান, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় এ উপলক্ষে কবির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ বক্তা ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নজরুল গবেষক ড. মুন্সি আবু সাইদ, আটচালা ঘরমালিকের ছেলে প্রকৃত বিশ্বাস, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। এছাড়াও সরকারি কর্মকর্তা ও সুধীজন এবং নজরুলপ্রেমীরা উপস্থিত ছিলেন।