পাঁচ জেলায় স্কুলছাত্রীসহ সড়কে ঝরল ৭ প্রাণ

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইল, বাগেরহাট, বরিশাল, চট্টগ্রাম জেলার হাটহাজারি ও মৌলভীবাজার জেলার কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ঝরল ৭ প্রাণ এবং আহত ৫ জন। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় শনিবার ভোরে চলন্ত লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছে। নিহত কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেনের বাড়ি যশোর জেলায়। তবে তাৎক্ষণিকভাবে হেলপারের নাম-পরিচয় জানা যায়নি। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপাল উপজেলা সদরে রাস্তায় বেপরোয়া গতির পিকআপ চাপায় শোভা খাতুন (৯) নামের একজন স্কুলছাত্রী প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্সের সামনে। নিহত শোভা খাতুন রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের মো. আলমগীর হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। বরিশাল অফিস জানায়, বরিশালে উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় যোহন ব্যাপারী ওরফে যোনা (৫৫) নামে ভ্যানগাড়ির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানগাড়ির চালকসহ আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নতুন শিকারপুর এলাকার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহত যোহন ব্যাপারী উপজেলার ধামসর গ্রামের মৃত নির্মল ব্যাপারীর ছেলে। আহতরা হলেন- ভ্যানগাড়ি চালক আ. জলিল ঢালি (৫০), ভ্যানগাড়ির অপর যাত্রী শামীম গোমস্তা (৫০) ও সুমন মোলস্না (২৫)। এরা সবাই উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের বাসিন্দা। হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, হাটহাজারীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কস্থ মুইগ্যারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাটহাজারী উপজেলাধীন ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহছেনা পাড়ার পুত্র আবদুল মোতালেব টিটু (৭০) ও একই ইউনিয়নের পূর্ব এনায়েতপুর মাইজপাড়ার মৃত শামছুর পুত্র আবছার (৫০)। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালক মো. শাহাদাত (৩০) ও যাত্রী ফটিকছড়ি উপজেলাধীন বিবিরহাট জুবলি স্কুল এলাকার মো. ইছহাকের পুত্র প্রবাসী নুর মোহাম্মদ (৩০)। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বেপরোয়া ট্রাকের চাপায় হাবিবুর রহমান হিরা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দিকে জুড়ী টু কুলাউড়া সড়কের আছুরিঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত হিরা জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।