পূর্বধলায় ৩ পদে ১৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ২১ প্রার্থীর মধ্যে ১৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনের বিধি অনুযায়ী ওই সব প্রার্থী প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। নেত্রকোনার পূর্বধলায় উপজেলা চেয়ারম্যন পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এসব প্রার্থীর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থীর ৯ জনই জামানত হারিয়েছেন। তারা হলেন- আকাইদুল ইসলাম (উড়োজাহাজ) প্রাপ্ত ভোট ৪৪৯৫, ফরহাদ মিয়া (পালকি) প্রাপ্ত ভোট ৮১১৭, রফিকুল ইসলাম (আইসক্রিম) প্রাপ্ত ভোট ১৫৩১২, শফিউল ইসলাম (বৈদু্যতিক বাল্ব) প্রাপ্ত ভোট ১৮৪৮, শহিদুল ইসলাম (টিয়াপাখি) প্রাপ্ত ভোট ৪২৭৪, শহীদুল ইসলাম (তালা) প্রাপ্ত ভোট ৪৫৭৪, হারুন অর রশীদ (টিউবওয়েল) প্রাপ্ত ভোট ১২২৬৪, শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার (গ্যাস সিলিন্ডার) প্রাপ্ত ভোট ২২০৮, সুকান্ত চন্দ্র সরকার (চশমা) প্রাপ্ত ভোট ৯৫২২। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারান। তারা হলেন- নমিতা রানী দাস (প্রজাপতি) প্রাপ্ত ভোট ৫২৭২, শারমিন সুলতানা সুমী (সেলাই মেশিন) প্রাপ্ত ভোট ১১৭৫০, শারমিন আক্তার (পদ্মফুল) প্রাপ্ত ভোট ১১৪৪৬। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম সুজন নির্বাচনের মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তার ঘোড়া প্রতীকে ভোট পড়ে ৪১২টি। আর সেই জন্য তারও জামানত বাজেয়াপ্ত হওয়ার তালিকায় রয়েছে। উপজেলা নির্বাচন অফিসার নাজমুল ইসলাম জানান, নির্বাচনী বিধি অনুযায়ী জামানত রক্ষার্থে পরাজিত প্রার্থীদের প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। কিন্তু তিন পদে ১৩ জন প্রার্থী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ার তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।