বালিয়াডাঙ্গীতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদু্যৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃতু্য

তিন জেলায় ৩ লাশ উদ্ধার আড়াইহাজারে হিটস্ট্রোক ও আত্মহত্যা দুই মৃতু্য

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদু্যৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃতু্য হয়েছে। এদিকে, মৌলভীবাজার, নরসিংদীর পলাশ ও হবিগঞ্জের লাখাই থেকে তিন লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষকের হুমকিতে ধর্ষিতার বিষ পানে আত্মহত্যা ও হিটস্ট্রোকে দু'জনের মৃতু্য হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সিলিং ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃতু্য হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া বর্মতল গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই গ্রামের দফিজ উদ্দিনের ছেলে তমিজ উদ্দীন (৪৫) ও ছোট ভাই রবিউল ইসলাম (৩৫)। পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে বড় ভাই তমিজ খালি পায়ে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিউলও বিদু্যৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু'জন মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির। স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহতের নাম সুমাইয়া আক্তার (১৭)। সে ওই গ্রামের আব্দুল মালিকের মেয়ে। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, সুমাইয়া গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে তাদের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করাও হচ্ছে। পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের সাতটিকা এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার হয়। রেলওয়ে পুলিশ জানায়, সকাল ১০টায় সাতটিকা এলাকার রেললাইন ক্লিয়ার করার কাজ করছিলেন রেলওয়ের কয়েকজন কর্মচারী। এ সময় তারা রেললাইনের দক্ষিণ পাশে এক পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে নরসিংদী ও ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আলিম হোসেন জানান, স্থানীয়রা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। মরদেহে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন পাইনি। মরদেহ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে স্বর্ণ কারিগড়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার স্থানীয় বুলস্নাবাজার থেকে সিপন দাশের (২৩) মরদেহ দোকানের সিলিংফ্যানের সঙ্গে সুতলীর রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। সিপন কিশোরগঞ্জের অষ্টগ্রামের সাপান্তর গ্রামের বিকাশ চন্দ্র দাশের ছেলে। এ ঘটনায় হবিগঞ্জের সদর সার্কেল খলিলুর রহমান, লাখাই থানা ওসি আবুল খায়ের, ওসি তদন্ত চম্পক দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণ মামলায় হাজতবাস করে এসে ধর্ষিতাকে মারপিট করে প্রাণনাশের হুমকি দেওয়ায় রাগে দুঃখে বিষ পান করে আত্মহত্যা করেছেন ধর্ষিতা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায়। লাশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ জানান, মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে প্রেমিক বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকার রেজাউলের ছেলে জহিরুল (২৫) একই ইউনিয়নের প্রেমিকাকে (২২) ঘুরতে নিয়ে এসে আড়াইহাজার পৌর বাজারের আব্বাস মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষে আবদ্ধ করে ধর্ষণ করে। ধর্ষিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করলে ধর্ষক জহিরুল জেল হাজতে যায়। প্রায় ৪-৫ মাস হাজতবাস করার পর গত সোমবার জহিরুল জামিন পেয়ে বাড়িতে আসে। শুক্রবার ধর্ষিতাকে মানিকপুর বাজারে পেয়ে ধর্ষক জহিরুল ও তার পিতা রেজাউল মামলা তুলে নিতে চাপ দেন। ধর্ষিতা রাজি না হলে ধর্ষক জহিরুল ও তার বাবা রেজাউল ধর্ষিতাকে অপমান ও মারপিট করেন। এ ঘটনা ঘটিয়ে ধর্ষকের পিতা রেজাউল মামলা থেকে বাঁচার জন্য তড়িঘড়ি করে নিজে বাদী হয়ে উল্টো ধর্ষিতার বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এতে রাগে দুঃখে ধর্ষিতা বাড়িতে গিয়ে বিষ পান করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃতু্য হয়। এ ব্যাপারে রমনা থানা পুলিশ একটি ইউডি মামলা গ্রহণ করে এবং ওই হাসপাতালে লাশের ময়না তদন্ত করা হয়। এদিকে, উপজেলার ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ঝাউগড়া নামক স্থানে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অজ্ঞাত (৬৫) এক পথচারীর মৃতু্য হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে।