এবার শহরে ভূমিহীনদের জন্য প্রকল্প হবে -রাসিক মেয়র লিটন

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কর্মশালায় উপস্থিত রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অতিথিরা -যাযাদি
এবার রাজশাহী শহরে ভূমিহীনদের জন্য প্রকল্প হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সিটি লেভেল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অন এলআইইউপিসিপি গুড প্র্যাকটিস বিষয়ক অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। শনিবার নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত কর্মশালায় মেয়র লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। সরকার দেশের সব মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সবসময় কাজ করে যাচ্ছেন। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় পিছিয়ে পড়া জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই প্রকল্পের আওতায় বৃহৎ জনগোষ্ঠী নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে ঋণ প্রদান করে ঘূর্ণায়মান তহবিল ১০০ কোটিতে পরিণত হয়েছে। প্রকল্পটি শেষ পর্যায়ে। আগামীতে এই প্রকল্পটি আরও বৃহৎ পরিসরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ভূমিহীনদের জন্য গ্রামে বসবাসকারীদের জন্য প্রধানমন্ত্রী গৃহনির্মাণ প্রকল্প গ্রহণ করেছেন। আগামীতে শহরে ভূমিহীনদের জন্য প্রকল্প গ্রহণ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। নানাক্ষেত্রে রাজশাহী সিটি করপোরেশন সুনাম অর্জন করেছে। সবার সহযোগিতায় এই শহরটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন- প্রকল্পের সদস্যসচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার। প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের টাউন ম্যানেজার মোবারক হোসেন। আলোচনায় অংশ নেন- প্যানেল মেয়র-২ ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৩ নম্বর প্যানেল মেয়র ৩ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, রাসিকের এমপস্নয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মহা. হবিবুর রহমান, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান ও সিডিসির নেত্রী সায়েরা খাতুন।