মাদক কারবারিসহ চার জেলায় গ্রেপ্তার ৬

কুতুবদিয়ায় হত্যা মামলায় একজন গ্রেপ্তার

প্রকাশ | ২৬ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কক্সবাজারের কুতুবদিয়ায় দুই গ্রম্নপের সংঘর্ষে হত্যাকান্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মাদক কারবারিসহ চার জেলায় আরও ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের কুতুবদিয়ায় এনজিও মিটিং চলাকালীন ভাতের প্যাকেট বিতরণ নিয়ে দুই গ্রম্নপের সংঘর্ষে ইউপি সদস্যের ছুরিকাঘাতে ফারহাদুল ইসলাম আরজু (২০) হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় সাদেক হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।  গত ২৩ মে নিহত ফারহাদুল ইসলাম আরজু মা আমেনা বেগম বাদী হয়ে কুতুবদিয়া থানায় এ মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) গোলাম কবির। অন্য আসামিরা হলেন, আলী আকবর ডেইল ঘাটকুল পাড়ার মৃত শেফায়েত (৩৮), বাবু (২৩), পরাগ (২২), সাজ্জাদ হোসেন (৪০), শাহাব উদ্দিন (৫৫), দেলোয়ার হোসেন (৩৮), মোবারক হোসেন (৩৫), মহিউদ্দিন (২৮), সাদেক হোসেন (৩৬), রিয়াম (২৫) ও টিপু (৪৮)। কুতুবদিয়া থানার ওসি গেলাম কবির বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের জাজিরায় ৪০ পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান ও ৮ রাউন্ড লিট-কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার জাজিরা থানার মূলনা ইউনিয়নের লাউখোলা বাজারের পাশে বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আটক লীজা আক্তার (২৮) মূলনার আক্কাস ঢালীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হক। \হনড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবীব জানান, 'আমরা মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে গিয়ে প্রথমে মাদক উদ্ধার করে পরে আরও মাদক রয়েছে কিনা তা খুঁজতে গিয়ে এই অস্ত্র ও গুলি পাই। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে।' ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রাসেল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মধ্য কালিকাবাড়ী গ্রামের আজাহার আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে। রংপুর প্রতিনিধি জানান, রংপুরের মিঠাপুকুরে ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শানিবারর্ যাব-১৩ অধিনায়কের পক্ষে উপপরিচালক (মিডিয়া) স্কোয়াডন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪৬ বোতল ফেনসিডিল ও এক হাজার ৮শ' পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, গোলাম মাওলা (৫০), হিারুন-অর-রশিদ (৪৫) ও রিয়াদ মন্ডল (২১)। তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জে। পরে তাদের মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়। মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার মহম্মদপুরে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার চাকুলিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো মফিজুর রহমান (৫০) ও শাহিন শেখ (৩৫)। মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।