আইসিটি মামলা থেকে 'একুশে পত্রিকা' প্রতিনিধির অব্যাহতি

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একুশে পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে আলাউদ্দিনকে অব্যাহতি প্রদান করেন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবু্যনালের বিচারক জহিরুল কবির। আইনজীবী অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দিন বলেন, 'উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় উক্ত মামলা থেকে আলাউদ্দিনকে অব্যাহতি দেন বিজ্ঞ আদালত।' জানা যায়, ২০২২ সালের ২৮ জুলাই সন্ধ্যায় কলাউজান ইউনিয়নের হিন্দুর হাটে 'শাহপীর অয়েল এজেন্সি' নামে একটি তেলের দোকানে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করেন জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ কলিম উলস্নাহ নামের দুই সাংবাদিক। এ ঘটনার খবর পেয়ে দৈনিক ভোরের কাগজের লোহাগাড়া প্রতিনিধি এরশাদ হোসাইন ও একুশে পত্রিকা প্রতিনিধি আলাউদ্দিনসহ স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ করেন এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ১৭ আগস্ট জাহাঙ্গীর আলম বাদী হয়ে এরশাদ হোসাইন ও আলাউদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবু্যনাল আদালতে মামলা করেন।