আচরণবিধি লঙ্ঘনে বাগেরহাটে ছাত্রলীগ নেতার কারাদন্ড

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪-এর তৃতীয় ধাপের নির্বাচন আগামী ২৯ মে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘনের দায়ে মো. নাজিউর রহমান সম্রাট নামে একজন ছাত্রলীগ নেতাকে ১৫ দিনের কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর এ ঘটনাটি হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বড়শি বাওয়া বাজারের কাছে। দন্ডপ্রাপ্ত মো. নাজিউর রহমান সম্রাট খুলনার সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক এবং মোরেলগঞ্জ উপজেলার পলস্নীমঙ্গল গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ পৌরসভার মেয়রের উপস্থিতিতে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক মোজামের নির্বাচনী প্রচারণায় গিয়ে আচরণবিধি লংঘন করে ছাত্রলীগ নেতা নাজিউর রহমান সম্রাট। যা চলমান ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে এবং তাৎক্ষণিক সম্রাটকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা জানান, দন্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারা ও উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ (সংশোধিত-২০২৪) এর বিধি ১৩ লংঘনে বিধি ৩২ অনুযায়ী খুলনা জেলার সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মো. নাজিউর রহমান সম্রাটকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।