বগুড়ায় বিদু্যৎ সঞ্চালন লাইন পরিদর্শনে টাটার কর্মকর্তারা

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

বগুড়া প্রতিনিধি
বড়পুকুরিয়া থেকে বগুড়া পর্যন্ত ৪০০ কেভি নির্মাণাধীন বিদু্যৎ সঞ্চালন লাইন পরিদর্শন করেছেন ভারতের শীর্ষ শিল্প গোষ্ঠী টাটা গ্রম্নপের অঙ্গ প্রতিষ্ঠান টাটা প্রজেক্টস লিমিটেডের কর্মকর্তারা। বুধবার বগুড়ার দুপচাচিয়া এলাকায় নির্মাণাধীন বিদু্যৎ সঞ্চালন লাইন পরিদর্শন করেন তারা। এ সময় প্রকল্পের শ্রমিক-কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের কান্ট্রি হেড অভিষেক কুমার, এসবিইউ হেড সুব্রত চ্যাটাজি, বিইউ হেড সঞ্জিব কুমার সিং, অপারেশন হেড নরেন্দ্র কুমার, এজিএম সমু চ্যাটাজি। আরও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার সমর দে, ম্যানেজার রাজিভ কুমার সিং, স্টোর ইনচার্জ সুদিপ কুমার ভট্টাচার্য, সহকারী ম্যানেজার কৌশিক কর্মকার ও কোয়ালিটি ম্যানেজার মিরাজ আহমেদ। প্রকল্প পরিদর্শনকালে কর্মকর্তারা আগামী জুলাই মাসের মধ্যে বড়পুকুরিয়া-বগুড়া ৪০০ কেভি বিদু্যৎ সঞ্চালন লাইনের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য তাগিদ দেন। তারা বলেন, অবশিষ্ট কাজসমূহ পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।