উপজেলা পরিষদ নির্বাচন

লংগদুতে তিন পদে লড়ছেন ৯ প্রার্থী

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রতীক বরাদ্দ। এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রম্নতি। প্রার্থীদের সাদাকালো আর রঙিন পোস্টার শোভা পাচ্ছে গ্রামের অলিগলি, হাট বাজার, রাস্তাঘাটসহ সর্বত্র। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার নিয়ম মেনেই গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। এদিকে প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই চালিয়ে যাচ্ছে চার প্রার্থী। এর মধ্যে দুই প্রার্থীর মধ্যে বেশ লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান আব্দুল বারেক সরকার (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস), বর্তমান ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু (দোয়াত-কলম) ও অ্যাডভোকেট মো. আবছার আলী (মোটর সাইকেল)। প্রতীক নিয়ে প্রার্থীরা রাত-দিন নির্ঘুম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ (টিউবওয়েল), ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. রকিব হোসেন (বই) ও পাহাড়িদের মধ্যে একমাত্র প্রতিনিধিত্ব করছেন কল্যাণ প্রিয় চাকমা (চশমা) প্রতীকে। পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম (ফুটবল) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা জিন্নাহ (কলস) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারেক সরকার বলেন, 'অতীতেও বিভিন্ন নির্বাচনে লংগদু উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আশা করি এবারও উপজেলাবাসী আমাকে নির্বাচিত করবেন।' অপর চেয়ারম্যান প্রার্থী বাবুল দাশ বাবু বলেন, 'লংগদুকে সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করাই হবে আমার উদ্দেশ্য।' দোয়াত-কলম প্রতীকে ভোট যুদ্ধে মাঠে থাকা আরেক চেয়ারম্যান পদপ্রার্থী মীর সিরাজুল ইসলাম চৌধুরী জানান, 'কোনো প্রকার প্রভাব সৃষ্টি না করলে বা নিরপেক্ষ, সুষ্ঠু অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন হলে আমি বিজয়ী হবো বলে আশাবাদী। এক্ষেত্রে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি ও সহযোগিতা কামনা করছি।' লংগদু থানার ওসি হারুনুর রশিদ জানান, 'আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্য শতভাগ পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করবে।' সহকারী রিটার্নিং অফিসার বুলবুল আহমেদ বলেন, 'ইতোমধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে মোতায়েন থাকবে। আশা করি এবারের নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না।'