রাজারহাটে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচনে ১২ জন প্রার্থীর মধ্যে ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে এ উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে উপজেলা পরিষদের নবনির্বাচিত দ্বিতীয়বারের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার। জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি পেয়েছেন ৩৭ হাজার ৩৪৩ ভোট ও অজয় কুমার সরকার পেয়েছেন ৩১ হাজার ৯০৭ ভোট। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ মে) রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ৯ জন প্রার্থী হেরে যান। প্রাপ্ত ভোটের ১৫ ভাগ নিচে যারা ভোট পেয়েছেন তারা হলেন চেয়ারম্যান পদে এটিএম ফিরোজ মন্ডল, আবু তালেব সরকার, ভাইস চেয়ারম্যান পদে আশিকুল ইসলাম মন্ডল সাবু, আব্দুল ওয়াহেদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুরাইশি লায়লা ফেরদৌসি বিথী ও রতনা বেগম। প্রাপ্ত ভোটের ১৫ ভাগ ভোট কম পাওয়ায় তাদের নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হবে বলে উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম জানিয়েছেন।