উপজেলা নির্বাচনে বাঘাইছড়িতের্ যাব মোতায়েনের দাবি

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা নির্বাচন করার লক্ষ্যে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৌজা হেডম্যান কার্বারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চেয়ারম্যান প্রার্থীরা বলেন, জনগণ যেন নির্ভয়ে তাদের ভোট প্রদান করতে পারেন, সেজন্য নির্বাচনের আইনশৃঙ্খলা বাহিনী যেন সতর্ক অবস্থানে থাকে। প্রার্থীরা অভিযোগ করেন সশস্ত্র সন্ত্রাসীরা এখনো ভোটারদের নানাবিধ ভয়ভীতি প্রদর্শন এবং প্রচার-প্রচারণায় বাধা প্রদান করছেন। তাই নির্বাচনের আগে সন্ত্রাস নির্মূলে চিরুনি অভিযান পরিচালনা করার অনুরোধ জানান। এবং নির্বাচনের্ যাব মোতায়েনসহ প্রত্যক কেন্দ্র ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার অনুরোধ জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান, ২৭ বিজিবি মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ওমর ফারুক, ৩৭ বিজিবি রাজনগর জোনের মেডিকেল অফিসার মেজর সাদমান, রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার মনির হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সহকারী সিনিয়র পুলিশ সুপার আব্দুল আওয়াল, এ ছাড়া বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, সাজেক থানার অফিসার ইনচার্জ আবুল হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, 'আমরা প্রার্থীদের আশ্বস্ত করতে চাই। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন বিশেষ করে প্রত্যেক কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে। প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।