মরণোত্তর অদ্বৈত মলস্নবর্মণ সাহিত্য পুরস্কার পেলেন শান্তনু কায়সার

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশে অদ্বৈত মলস্নবর্মণ চর্চার অন্যতম পথিকৃৎ অধ্যাপক শান্তনু কায়সারকে মরণোত্তর 'অদ্বৈত মলস্নবর্মণ সাহিত্য পুরস্কার'-২০২৪ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অদ্বৈত মলস্নবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন (বিপিএম-সেবা)। অদ্বৈত মলস্নবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, কবি মো. আ. কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক কবি জয়দুল হোসেন, বাংলা একাডেমির সহকারী সম্পাদক, কবি পিয়াস মজিদ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইদুল ইসলাম পঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রয়াত এই গুণীজনকে সম্মান প্রদর্শনের মাধ্যমে একই সঙ্গে অদ্বৈত মলস্নবর্মণ ও অধ্যাপক শান্তনু কায়সারের সম্পর্কে মানুষের জানার আগ্রহ বৃদ্ধি পাবে। অধ্যাপক শান্তনু কায়সারের পরিবারের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার বড় ছেলে রাসেল রায়হান। এ সময় অতিথিরা তার হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সম্মাননাপত্র তুলে দেন।