পৃথক হত্যাকান্ডে তিন জেলায় গ্রেপ্তার ৩

মাদক কারবারিসহ চার জেলায় গ্রেপ্তার ১১

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
পৃথক হত্যাকান্ডে তিন জেলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ চার জেলায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- ময়মনসিংহ বু্যরো অফিস জানিয়েছে, ময়মনসিংহে নগরীর চরকালিবাড়ীতে জুটমিল শ্রমিক আলতাব আলীকে গুলি করে হত্যার অভিযোগে অস্ত্রসহ প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কোতোয়ালী মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর চরকালিবাড়ীতে আধিপত্য ও শক্তি প্রদর্শন করতে ককটেল ফাটিয়ে এবং গুলিবর্ষণ করে রাসেল বাহিনী। এ সময় পথচারী জুটমিল শ্রমিক আলতাব আলীর পায়ে গুলিবিদ্ধ হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। এ ঘটনায় জড়িত প্রধান আসামি রাসেল খান ইমনকে বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি ওয়ান সু্যটারগান উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোরের হামিদপুরে ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামি ইকতিয়ার বিশ্বাসকে আটক করেছের্ যাব-৬। শুক্রবার সকালে সদর হাসপাতাল এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। ইকতিয়ার বিশ্বাস (৪৩) যশোর উপজেলার হামিদপুর গ্রামের মকছেদ আলী বিশ্বাসের ছেলে। র্ যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ইজিবাইক চালক হত্যা মামলার মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামি ইকতিয়ার গোপনে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতে পালানোর চেষ্টা করলে সদর হাসপাতাল এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের জন্য আগুন দিয়ে পুড়িয়ে স্ত্রী হত্যার অভিযোগে দায়ের করা মামলার গ্রেপ্তারি পরোয়ানায় সোলাইমান (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার এএসআই আবু তাহের জানান, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামের ফজর আলীর পুত্র সোলাইমান তার স্ত্রী একই গ্রামের ইসমাইলের কন্যা মাফিয়াকে (২২) যৌতুকের জন্য গ্যাসের চুলার আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। এছাড়াও মাদকসহ অন্যান্য মামলার আসামি ও বিভিন্ন অভিযোগে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রংপুর প্রতিনিধি জানান, রংপুরর্ যাবের হাতে বিজিবি থেকে চাকরিচু্যত ল্যান্স নায়েক শাহারুল ইসলাম (৩৮) নামে এক প্রতারককে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই প্রতারক বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে অবৈধ উপায়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিল। শুক্রবারর্ যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াডন লীডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় পলাশবাড়ি থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে পিকআপ থেকে ২ হাজার ৬০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ মনোয়ার হোসেন (২৭) নামের এক পিকআপ চালককে গ্রেপ্তার করেছের্ যাব-১৩। বৃহস্পতিবার রাতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব উদ্ধার করে।র্ যাব-১৩'র অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লিডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সে দিনাজপুরের হাকিমপুর পৌরসভার রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মনোয়ার দীর্ঘদিন থেকেই এভাবে হিলি থেকে নেশাজাতীয় দ্রব্য এনে দেশের বিভিন্ন জেলায় পাচার করার কথা স্বীকার করছে। মাদক চোরাচালানির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করাসহ আসামির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছের্ যাব। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার মদের টিলা এলাকা হতে পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত আসামির নাম ফারুক (ফারুক গুড়াইয়া)। তিনি একই ইউনিয়নের মদের টিলা এলাকার মৃত মনির হোসেনের পুত্র বলে জানান কাপ্তাই থানার ওসি আবুল কালাম।