'স্মার্ট শ্রীনগর উপজেলা গড়ে তুলতে চাই'

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা নির্বাচনের উঠান বৈঠকে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমান মামুন -যাযাদি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত একটি আধুনিক স্মার্ট শ্রীনগর উপজেলা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমান মামুন। বৃহস্পতিবার উপজেলার ষোলঘর ইউপির কেয়টখালী গ্রামে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, 'জনগণের ভালোবাসা ও মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি শ্রীনগর উপজেলার বহুমুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার জনগণের কাছে কাপ-পিরিচ মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি। আমি জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তাই মানব সেবায় জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই।' মসিউর রহমান মামুন বলেন, 'দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। একটি সুখী, সুন্দর ও সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার মূল হাতিয়ার হলো শিক্ষাব্যবস্থা। সুশিক্ষিত জাতি কখনই পেছনে পড়ে থাকে না। আমাদের মতো জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মহলকে শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। অনভিজ্ঞ জনগোষ্ঠীকে শিক্ষার উপকারিতা বোঝাতে হবে। সমাজব্যবস্থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।' এ সময় বক্তব্য রাখেন শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সামসুল আলম সবজল, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়া, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাকসুদুল আলম ডাবলু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান চপল, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সদস্য ব্যারিস্টার গোলাম কিবরিয়া শিমুল, বিকল্পধারার বাংলাদেশ'র কেন্দ্রীয় সাবেক নেতা ডা. আব্দুল হাকিম প্রমুখ।