শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

শাহজালালে ৪৬টি স্বর্ণের বারসহ দুই বিদেশি আটক

বিমানবন্দর/দক্ষিণখান প্রতিনিধি
  ২৪ মে ২০২৪, ০০:০০
শাহজালালে ৪৬টি স্বর্ণের বারসহ দুই বিদেশি আটক

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬টি স্বর্ণের বারসহ দুই বিদেশিকে আটক করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারপোর্ট সি-শিফটের দায়িত্বরত কর্মকর্তারা। বৃহস্পতিবার তাদের আটক করা হয়। জব্দ করা স্বর্ণের বারের মোট ওজন ৫,৩৩৬ গ্রাম বা ৫.৩৩৬ কেজি। যার বাজার মূল্য আনুমানিক ৫,০১,৫৮০০০ টাকা। আটকৃতরা হলেন- লিউ ঝংগিস্নয়াং ও চেন জেং। তারা চীনা নাগরিক বলে জানা গেছে।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারপোর্ট সি-শিফটের দায়িত্বরত কর্মকর্তা সহকারী পরিচালক সাবরিনা আমিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাই থেকে ঢাকা আসা 'ফ্লাই দুবাই' এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৬-৫০ মিনিটে দুইজন যাত্রী বিমানবন্দরে নামেন। তারা স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারেন- এমন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারপোর্ট সি-শিফটের কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান নেন। পরে ওই দুই যাত্রীর কাছে থাকা তিনটি চার্জার লাইট জব্দ করা হয়। এতে ৪৬টি স্বর্ণেরবার পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণেরবারগুলো কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর থানায় আটকৃতদের হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে