শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৪ মে ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সেমিনার অনুষ্ঠিত

ম রাজশাহী অফিস

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর পরিচালক আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মহিনুল হাসান, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো. নূর আলম সিদ্দিকী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এএনএম মাসউদুর রহমান।

বাজেট ঘোষণা

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব হাফিজুর রহমান। এবারের বাজেট আয় ও ব্যয় সমান রাখা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৫ লাখ ৭৪ হাজার ৪৬০ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৯ লাখ ৮৮ হাজার ৩০৭ টাকা। ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম প্রমুখ।

দ্বি-বার্ষিক নির্বাচন

ম ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা বাস মালিক গ্রম্নপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফরিদপুর সদর উপজেলায় সকাল ৯টা - বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কামরুল-আনিস রাশেদ পরিষদ পূর্ণ জয়লাভ করেছে। নির্বাচনে ২১টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা চেম্বার অফ কমার্স এর সদস্য সচিব দেলোয়ার হোসেন। সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অধ্যাপক তারেক আইয়ুব খান এবং শেখ মনির হোসেন।

গরু বিতরণ

ম হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের জেলার হাইমচর উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ১৬ জন জেলের মাঝে গরু বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা, সিনিয়র মৎস্য অফিসার মাহবুব রশিদ প্রমুখ। ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৯৬ জন জেলেকে গরু দেয়া হয়।

দুর্ধর্ষ চুরি

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে দুই ভাইয়ের দুটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অটোরিকশা দুটি চুরি হওয়ায় ওই দুটি পরিবারের রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। মীর খোকা জানান, ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখা গাড়িও যদি তালা কেটে চোরেরা নিয়ে যায় তা হলে অটোরিকশাগুলো রক্ষা করার আর কোনো উপায় দেখছি না।

চিকিৎসা সেবা

ম বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে নোবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেডিকেল ক্যাম্পেইনটি আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। দিনব্যাপী এই ক্যাম্পেইনে বাঘাইহাট জোন'র ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খাঁনের উপস্থিতিতে রোগী দেখেন আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ। এ সময় জোন কমান্ডার বলেন, 'এই এলাকাটিতে কোনো চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং বিনা মূল্যে ওষুদ বিতরণের আয়োজন করেছি।'

ক্রিকেট টুর্নামেন্ট

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন মাঠে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। এ সময় দুর্গাপুর ফায়ার স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক ওয়ালী হাসান, আবিদ হাসান বাপ্পী, শান্ত তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ফায়ার সার্ভিসকে ৩ উইকেটে পরাজিত করে মাকড়াইল একাদশ। এ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে মোট ২০টি দল খেলায় অংশগ্রহণ করবে। এছাড়াও খেলায় উপস্থিত জনসাধারণের মাঝে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ড ঘটলে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় মহড়ার মাধ্যমে সে কৌশল প্রদর্শন করেন।

কমিটি ঘোষণা

ম চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন 'গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি' নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদে অনুষ্ঠিত এক সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের তৌফিকুর রহমান আজম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরবি বিভাগের রমজান শেখ বাবু। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ- সভাপতি তামীম আহমেদ শরীফ, যুগ্ম সম্পাদক নাবিলা নওশীন, সাংগঠনিক সম্পাদক রেশাদ ইসলাম রাইন, তানভীর আহমেদ শরীফ, দপ্তর সম্পাদক হেলাম খান প্রমুখ।

আলোচনা সভা

ম পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মার্কেটিং বিভাগে 'ওভারকামিং এনার্জি ক্রাইসিস উইথ সাসটেইনেবল সলিউশন' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন ও শক্তি উপদেষ্টা (সিএবি) অধ্যাপক ড. শামসুল আলম, পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, মার্কেটিং বিভাগের অধ্যাপক আফজাল হোসাইন, অধ্যাপক তৌফিকুল ইসলাম, অধ্যাপক ইমরানুল ইসলাম, সহকারী অধ্যাপক জাকারিয়া আরেফিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

আইনশৃঙ্খলা সভা

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় আনইশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। ইউএনও নাহারুল ইসলাম গত মাসের সভার সিদ্ধান্ত পর্যালোচনা করে স্বাগতিক বক্তব্য রাখেন। সভায় থানার অফিসার ইনচার্জ হাদিউল ইসলাম নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাবেন বলে ঘোষণা দেন। বক্তব্য রাখেন পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, লক্ষ্ণীপুর ইউনিয়ন প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ।

প্রশিক্ষণ প্রদান

ম আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ করতে ১১০৬ জন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি হল রুমে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালায় প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি, জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার আবুল কালাম, আগৈলঝাড়া থানা ওসি তদন্ত জহিরুল ইসলাম এবং সহকারী রিটার্নিং অফিসার বাসুদেব সরকার। এসময় ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভা

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে জাতীয় আদিবাসী পরিষদ পৌর শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ধুনট বাসস্ট্যান্ড এলাকায় ওই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ পৌর শাখার সভাপতি নিখিল চন্দ্র কর্ণিদাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলার সভাপতি স্বপন চন্দ্র কর্ণিদাস। পৌর শাখার সাধারণ সম্পাদক তপসী রানীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ভীম হাওলাদার, আদিবাসী নেতা জুড়ান রবিদাস প্রমুখ।

শিক্ষার্থীদের সংবর্ধনা

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরের মহিলা কলেজ থেকে সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুখ হায়দার হোসেন ক্রেস্ট প্রদান করেন। সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তামজিদুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল ছিদ্দিক, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রহমান, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, প্রভাষক মাহবুব আলম প্রমুখ।

ফুলেল শুভেচ্ছা

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির উদ্যোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমত উলস্না খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার টঙ্গী বাজার গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি মামুনুর রশীদ মামুন মোলস্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব হাসান জয়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি আল আমিন হোসেন, ৫৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী, সম্পাদক আহসান সরকার সানি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে