শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

'শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে'

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  ২৪ মে ২০২৪, ০০:০০
'শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে'

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু।

তিনি বলেন, ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ও শিক্ষকদের সুনাম বৃদ্ধি করতে হবে। সেইসঙ্গে প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্নীতি নির্মূল করে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার বগুড়ার গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিকেল স্কুল এন্ড কলেজে মানসম্মত ও গুনগত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে করা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম। সুখানপুকুর এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদা খানম, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে