ছাত্রলীগ নেতার কাছে বিরাট ব্যবধানে হারলেন আ'লীগ সভাপতি!

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুকে বড় ব্যবধানে হারিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। তার প্রাপ্ত ভোটের ব্যবধান ৫৬ হাজার ৭২৮টি। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের শফিকুল ইসলাম মোড়লের ছেলে। গত মঙ্গলবার সকাল থেকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাজীপুরের শ্রীপুর উপজেলার ১৪৮টি ভোট কেন্দ্রের ৯৮৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর ইউএনও শুভন রাংসা। ঘোষিত ফলাফল অনুযায়ী, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর চেয়ে বড় ব্যবধানে নির্বাচিত হন নাসির মোড়ল। তিনি বই প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান উলস্নাহ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু (টিউবওয়েল) পেয়েছেন ৭ হাজার ৩২৫ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে নাসির মোড়ল বলেন, 'আমার মতো একজন মানুষকে এতো ভালোবাসা দিয়েছে শ্রীপুরবাসী। আমি তাদের কাছে চিরঋণী হয়ে গেলাম। আমার শেষ বিন্দু দিয়ে হলেও তাদের সেবা করে যাব।'