শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

মনোহরদীতে বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের ওষুধ উদ্ধার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  ২৪ মে ২০২৪, ০০:০০
মনোহরদীতে বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের ওষুধ উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে একটি বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ওষুধের মধ্যে রয়েছে- জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন বড়ি, স্যালাইন, ভিটামিন, ক্যালসিয়াম ও অ্যান্টিবায়োটিক ট্যাবলেট।

গত বুধবার বিকালে গোপন সংবাদে খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের ক্লিনিক সংলগ্ন মোস্তফার বাড়ি থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপস্নব ওই বাড়ি থেকে ওষুধগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখেন।

সিএইচসিপি রোজি আক্তার বলেন, ওষুধগুলো বিক্রির জন্য সেখানে রাখা হয়নি। বৃষ্টির দিন গাড়িচালক হাসপাতাল থেকে ওষুধ এনে ওই বাড়িতে রেখেছেন। সময় না পাওয়ায় সেগুলো ক্লিনিকে আনা হয়নি।

খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে এক বাড়ি থেকে বিক্রয়নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। পরে ইউএনও'র নির্দেশে ইউপি কার্যালয়ে ওষুধগুলো রাখা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে