'প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও উন্নয়নে এগিয়ে আসতে হবে'

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

দিনাজপুর প্রতিনিধি
প্রতিবন্ধী মানুষদের আত্ম কর্মসংস্থানের জন্য এবং জীবন মানউন্নয়নে সমাজের বৃত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর প্রেস ক্লাবে উত্তরণ প্রতিবন্ধী সংস্থা সদর দিনাজপুর ও ভিউ ফাউন্ডেশন-ঢাকা'র যৌথ আয়োজনে এবং রোটারী ক্লাব বাড়িধারা ঢাকা'র আর্থিক সহযোগিতায় দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। রোটা. আলি আশফাক এফসিএ এমপিএইচএফ ট্রাস্ট, ভিউ ফাউন্ডেশন এন্ড সাবেক সভাপতি রোটারী ক্লাব অব বাড়িধারার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব বাড়িধারা'র প্রেসিডেন্ট রোটা. সাইফুল হক, সাবেক হাই কমিশনার রোটা. মাসুদ মান্নান, দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক গোলাম নবী দুলাল।