তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব বহিষ্কার

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

তালতলী (বরগুনা) প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার বরগুনার তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বুধবার রাতে কেন্দ্রীয় বিএনপি'র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। এ বহিষ্কারের অনুলিপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের কাছে দেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান তালতলী উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান ও চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন। জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি'র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, 'কেন্দ্রীয় বিএনপি থেকে গত দুই দিন আগে কারণ দর্শানো হয়। কারণ দর্শানো নোটিশের জবাব তিনি দেয়নি ও নির্বাচন থেকে সরে আসেনি এজন্য তাকে বহিষ্কার করা হয়েছে।' মোস্তাফিজুর রহমান বলেন, 'দলীয়ভাবে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি সাধুবাদ জানাই। আমি দলের নির্বাচন করি না, জনগণের নির্বাচন করি। তাই দল যেটা ভালো মনে করেছে সেটা করেছে।'