ঠাকুরগাঁওয়ে দুর্নীতি রোধে গণশুনানি ৩ জুন

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

ঠাকুরগাঁও প্রতিনিধি
'রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ' এই স্স্নোগানকে সামনে রেখে আগামী ৩ জুন ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হবে এক গণশুনানি। সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ, সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠাবোধ ও মূল্যবোধ বৃদ্ধি করার লক্ষে এ শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়, সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা ঘুষ দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন, মহা-পরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, বিভাগীয় পরিচালক মো. তালেবুর রহমান, ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক প্রমুখ। সভাপতিত্ব ও সঞ্চালনায় থাকবেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান। এ সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি, হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ সরাসরি শুনবে দুর্নীতি দমন কমিশন।