সুবিধাজনক স্থানে নেই বিএনপির বহিষ্কৃত নেতা

তালতলীতে লড়াই হবে আ'লীগ বনাম আ'লীগ

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

তালতলী (বরগুনা) প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরগুনার তালতলী উপজেলায় ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুইজন থাকলেও বিএনপি'র একজন বহিষ্কৃত নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার কথা থাকলেও সুবিধাজনক অবস্থানে নেই বিএনপি নেতা। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ ভোটের লড়াই হবে বলে ধারণা ভোটারদের। এ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রেজবি উল কবির ঘোড়া প্রতীক এবং আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু আনারস প্রতীক নিয়ে লড়ছেন। অন্যদিকে, উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটর সাইকেল প্রতীক নিয়ে। আলোচিত নারী কেলেঙ্কারিতে 'বিভক্ত' আওয়ামী লীগের দুই প্রার্থীর সঙ্গে এই বহিষ্কৃত বিএনপি'র প্রার্থীর লড়াই হওয়ার কথা থাকলেও তিনি ভোটের মাঠে সুবিধাজনক স্থান করতে পারেননি। প্রতীক পাওয়ার আগে জনসংযোগে ছিলেন না। তবে আওয়ামী লীগের দুই গ্রম্নপের ভেতরে কোন্দলের সুযোগের অপেক্ষায় বিএনপির এই নেতা। আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, এ উপজেলায় আওয়ামী লীগের হেভিওয়েট দুই নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এতে দলের ভোট ভাগাভাগি হবে। এই সুযোগ যদি কাজে লাগাতে পারেন তাহলে শেষ পর্যন্ত সদ্য সাবেক বিএনপি নেতার সঙ্গেই লড়াই করতে হবে এ দুই নেতাকে। এদিকে ভোট বর্জনে উপজেলা বিএনপির নেতারা লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন। এজন্য বিএনপির লোকজন ভোটে না গেলে তাদের বহিষ্কৃত নেতা তেমন সুবিধা করতে পারবেন না। সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু গত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। সে সময় নৌকা নিয়ে বিজয়ী হয়েছিলেন বর্তমান চেয়ারম্যান রেজবি উল কবির। এই দুইজন ক্ষমতায় থাকাকালীন এলাকার তেমন উন্নয়ন করতে পারেননি বলে ভোটারদের অভিযোগ রয়েছে। তবে এবার তারা ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, নির্বাচিত হলে আগের থেকে উন্নয়ন বেশি হবে। এজন্য তফশিল ঘোষণার আগ থেকেই দুইজন মাঠে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। সেই সময় প্রচারণায় ছিলেন না বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা মোস্তাফিজুর রহমান। তবে বর্তমানে মাঠে তিন চেয়ারম্যান প্রার্থীই সমানে প্রচারণা চালাচ্ছেন। তালতলী শহরের ভোটার মনির বলেন, 'মানুষের ভোট নিয়ে আগ্রহ কম। তারপরেও আমরা চাই ভোট নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হোক।' মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, 'আমি ভাইস চেয়ারম্যান থাকাবস্থায় কোনো মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করিনি। চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকার। তাই জনগণ আমাকে ভালোবেসেই ভোট দেবে।' সাবেক উপজেলা চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মিন্টু বলেন, 'এবার তো দলীয় ভোট হচ্ছে না। এজন্য ভোটাররা দলের চেয়ে ব্যক্তিকেই প্রাধান্য দিচ্ছেন বেশি। আমি ক্ষমতায় থাকাকালীন এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই ভোটাররা সবকিছু বিবেচনায় রেখে আমাকে ভোট দেবেন।' বর্তমান চেয়ারম্যান ও ঘোড়ার প্রতীকের প্রার্থী রেজবি উল কবির জোমাদ্দার বলেন, 'আমি চেয়ারম্যান থাকাবস্থায় এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমার সময়ে কোনো সন্ত্রাস ছিল না। জনগণ এবার আমার পক্ষে কাজ করছে।'