সুইডেনে ট্রেনিং শেষে দেশে ফিরেছেন এলজিইডির প্রকৌশলীরা

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
আন্তর্জাতিক কোম্পানি ডায়নাপ্যাক কমপ্যাকশন ইকুইপমেন্ট এবির আমন্ত্রণে সুইডেনের কার্সক্রোনাতে পাঁচ দিনের প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছেন এলজিইডির তিন প্রকৌশলী ও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। সুইডেনে তারা গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে 'ভাইব্রেটরি রোলার অপারেশন ও রক্ষণাবেক্ষণ' বিষয়ে ১০ থেকে ১৪ মে পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা হচ্ছেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. নাসির উদ্দিন এবং ঢাকাস্থ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরকার কবির আহমেদের ম্যানেজার মো. রুহুল আমীন।