নিখোঁজের ১৩ বছর পর ছেলেকে পেলেন বাবা

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

দক্ষিণখান (ঢাকা) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার আব্দুল সোবাহানের হারিয়ে যাওয়া একমাত্র ছেলে ফকির আলীকে রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টর হাফিজুর রহমান। জানা গেছে. ১৩ বছর আগে আব্দুল সোবাহানের ছেলে ফকির আলী সুনামগঞ্জ থেকে হারিয়ে যায়। যাকে বিমানবন্দর থানাধীন কাওলা, রেলস্টেশন এবং গোল চত্তরের আশপাশে অনেকেই দেখেছে। পরে খোরশেদ আলমের নেতৃত্বে সমগ্র এলাকা খুঁজে ফকির আলীকে (২৫) শনাক্ত করা হয়? এবং রেল স্টেশন এলাকা থেকে উদ্ধার করে তার বাবার নিকট বুঝিয়ে দেন? দীর্ঘ ১৩ বছর পর ছেলেকে ফিরে পেয়ে পরিবারের আনন্দের যেন শেষ নেই। ছেলেটির বাবা আব্দুল সোবাহান বিমানবন্দর থানার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'থানার দায়িত্বরত কর্তৃপক্ষের আন্তরিকতার কারণেই আমি আজ আমার ছেলেকে ১৩ বছর পর খুঁজে পেয়েছি।'