সিরাজদিখানে সাংবাদিক লাঞ্ছিত থানায় মামলা

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন এক সাংবাদিক। বুধবার সড়ক দুর্ঘটনায় নিহত এক শিক্ষার্থীর বাড়িতে স্বজনদের আহাজারির ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে ওই এলাকায় আতব আলী শেখের ছেলে আবুল শেখ (৪০) তার সঙ্গে থাকা আরও ১০-১২ জন সাংবাদিককে মারধর করে মোবাইল ও স্বর্ণের চেইন কেড়ে নেয়। আহত সাংবাদিক শহিদ শেখ ডেইলি ট্রাইবু্যনাল ও দৈনিক অধিকরণ পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি। সাংবাদিক শহিদ শেখ এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা নিয়ে, বুধবার রাত ১১টায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজদিখান প্রেস ক্লাব সভাপতি মো. মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুলস্নাহ আল মাসুদসহ সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা। এ বিষয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমন বলেন, 'আমি বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। দ্রম্নত ব্যবস্থা গ্রহণ করা হবে।'