সাটুরিয়ায় জাসদ প্রার্থীর নির্বাচনী ইশতেহার

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় ২৯ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাসদ প্রার্থী শাজাহান আলী সাজু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ১৫ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী সাজু মোটর সাইকেল প্রতীক নিয়ে সাটুরিয়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে সাটুরিয়াকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবেন। জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও নবীন-প্রবীণদের নিয়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন। সব ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অবক্ষয় রোধে কাজ করবেন। উপজেলার প্রতিটি ইউনিয়নকে মাদকমুক্ত করে একটি করে খেলার মাঠ করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেধা যাচাই করে বৃত্তি প্রদান করা হবে। উপজেলার সব বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মস্থানের ব্যবস্থা করা হবে। উপজেলার যেসব রাস্তাঘাট অসম্পন্ন রয়েছে সেগুলো নির্মাণের প্রতিশ্রম্নতি দেন। ইশতেহারে আরও বলেন, উপজেলার খাসজমি উদ্ধার ও অবৈধ বালু উত্তোলন এবং কৃষি জমি হতে মাটি কাটা, নদী জলাশয় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। বেসরকারি কৃষি প্রণোদণা দেওয়া হবে।