শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

রায়গঞ্জে অগ্নিকান্ডে মিলঘর পুড়ে ছাই

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৪ মে ২০২৪, ০০:০০
রায়গঞ্জে অগ্নিকান্ডে মিলঘর পুড়ে ছাই

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈদু্যতিক অগ্নিকান্ডে একটি মিলঘরসহ মেশিন, সরিষা ও চাল পুড়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। বুধবার রাত ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামের কানাই লাল সাহার মেসার্স প্রতিক চাউল কলমিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, অগ্নিকান্ডে মিলের মেশিনপত্রসহ সেখানে রাখা ৫৯২ বস্তা সরিষা ও ২১৭ বস্তা চাল পুড়ে গেছে। মিলটির মালিক কানাইলাল সাহা বলেন, 'বুধবার রাতের আগুন আমাকে নিঃস্ব করে দিয়েছে। '

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রম্নত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। স্থানীয় লোকজন তাদের সহায়তা করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে মিলটিসহ মালামাল পুড়ে যায়।

পরে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান খান, উপজেলা চালকল মালিক সমিতির সদস্য, স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে